(Quiz) 11 তম বিসিএস প্রিলিমিনারি ভূগোল পরীক্ষার MCQ প্রশ্নের সমাধান

বিসিএস কিংবা সাধারণ জ্ঞান চাকরির পরীক্ষায় এ সাধারণত এসব প্রশ্ন বারবার রিপিট হতে থাকে এছাড়াও নিজের সাধারণ জ্ঞান বাড়ানোর জন্য ভূগোল এর কিছু বেসিক প্রশ্ন গুলো জানা খুব গুরুত্বপূর্ণ।  1911 সালে যখন বিসিএস এর পরীক্ষা হয় তখন ভূগোল নিয়ে যে কয়টি কোশ্চেন এসেছিল সে সকল কোশ্চেন গুলো নিচে দেওয়া আছে এবং সাথে সাথে একটি কুইজ দেওয়া আছে। 

আপনারা চাইলেই নিজের মেধা যাচাই করতে পারেন। এছাড়াও আমাদের ওয়েবসাইটে অনেক ধরনের কুইজ আছে যেগুলো আপনারা খেলে নিজেদের বুদ্ধি যাচাই করতে পারেন।

Time's Up
score:

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:


11 তম বিসিএস প্রিলিমিনারি ভূগোল পরীক্ষার MCQ প্রশ্নের সমাধান


বাংলাদেশের বৃহত্তম নদী?

 1. যমুনা
 2. ব্রহ্মপুত্র
 3. পদ্মা
 4. মেঘনা

উত্তর: ঘ


কোন জেলা তুলা চাষের জন্য উপযোগী?

 1. রাজশাহী
 2. ফরিদপুর
 3. রংপুর
 4. যশোর

উত্তর: ঘ


ইউরিয়া সারের কাঁচামাল?

 1. অপরিশোধিত তেল
 2. ক্রিংকার
 3. এমোনিয়া
 4. মিথেন গ্যাস

উত্তর: ঘ


বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত?

 1. সিলেটের বনভূমি
 2. পার্বত্য চট্টগ্রামের বনভূমি
 3. ভাওয়াল মধুপুরের বনভূমি
 4. খুলনা বরিশাল ও পটুয়াখালীর বনভূমি

উত্তর: গ


কুইজ খেলুন: নিজের সাধারণ জ্ঞানকে বৃদ্ধি করুন।


হরিপুরে তেলক্ষেত্র আবিষ্কার হয়?

 1. ১৯৮৭ সালে
 2. ১৯৮৬ সালে
 3. ১৯৮৫ সালে
 4. ১৯৮৪ সালে

উত্তর: খ


বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?

 1. রংপুর
 2. ময়মনসিংহ
 3. টাঙ্গাইল
 4. ফরিদপুর

উত্তর: ঘ


বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ ( প্রায়) কত?

 1. 2 কোটি 40 লক্ষ একর
 2. 2 কোটি 50 লক্ষ একর
 3. 2 কোটি 25 লক্ষ একর
 4. দুই কোটি একর

উত্তর: গ


উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত?

 1. 250 নটিক্যাল মাইল
 2. 200 নটিক্যাল মাইল
 3. 225 নটিক্যাল মাইল
 4. 212 নটিক্যাল মাইল

উত্তর: খ


মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?

 1. করোতোয়া
 2. গঙ্গা
 3. ব্রহ্মপুত্র
 4. মহানন্দা

উত্তর: ক


ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য হলো?

 1. অপ্রয়োজনীয়' এবং ক্ষতিকর ঔষধ প্রস্তুত বন্ধ করা।
 2. ঔষধ শিল্পে দেশীয় কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা।
 3. ঔষধ শিল্পে দেশীয় শিল্পপতিদের অগ্রাধিকার দেওয়া।
 4. বিদেশি শিল্পপতিদের দেশীয় কাঁচামাল ব্যবহারে বাধ্য করা

উত্তর: ক


আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?

 1. 7 জুলাই
 2. 9 মার্চ
 3. 5 জুন
 4. 21 মে 

উত্তর: গ


এডেন কোন দেশের সমুদ্র বন্দর?

 1. ইয়েমেন
 2. কাতার
 3. ওমান
 4. ইরাক

উত্তর: ক